• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচন বানচালের অপচেষ্টা রুখতে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কর্মীসভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:৪৭ এএম

নির্বাচন বানচালের অপচেষ্টা রুখতে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের কর্মীসভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে আলমডাঙ্গায় আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের পরিচালনায় ভাংবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল প্রমুখ।

সমাবেশে বিএনপি-জামাতের নৈরাজ্য রুখে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের উন্নয়নমূলক কমকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।

আর্কাইভ