• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কলেজছাত্রীর ছবি এডিট করে নগ্ন বানাল যুবক, অতঃপর...

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:১৯ পিএম

কলেজছাত্রীর ছবি এডিট করে নগ্ন বানাল যুবক, অতঃপর...

ছবি: সংগৃহীত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে দুই কলেজছাত্রীর ছবি এডিট করে নগ্ন বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার সেখহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, ডহরশেখহাটি গ্রামের দুই কলেজছাত্রীর ছবি এডিট করে নগ্ন বানিয়ে সহচরদের মধ্যে ছড়িয়ে দেয় শেখহাটি গ্রামের শেখ পল্লব। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীদের স্বজনও এলাকাবাসী পল্লবকে মারধর করে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে।

সদর থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শেখ পল্লবের নামে মামলা দায়ের করেন। বুধবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ