• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফরিদপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙল দুর্বৃত্তরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০২:২৪ এএম

ফরিদপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারের সার্বজনীন কালী ও দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার সরকার জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। সোমবার রাত ১০টার দিকে প্রতিমা তৈরির কারিগর এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ সেখান থেকে বাড়ি চলে যান। তারা আজ সকালে মন্দিরে গিয়ে দেখেন, গণেশ মূর্তির মাথার অংশ, লক্ষ্মীর দুই হাত ও দেবী দুর্গার বাম হাত ভাঙা। এরপর বিষয়টি প্রশাসনকে জানান তারা।

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন প্রফুল্ল সরকার।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল দুপুরে মন্দির পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় মন্দির কমিটির নেতৃবৃন্দকে থানায় মামলা করতে বলা হয়েছে। প্রতিমা ভাঙচুরে জড়িতদের আটকে মাঠে নেমেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মন্দিরের কয়েকটি মূর্তির বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। জড়িতদের আটকে পুলিশ কাজ করছে।

ফরিদপুর সদর উপজেলায় এ বছর ২০৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া জেলায় ৭৬০টি মণ্ডপে দুর্গাপূজা হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ