• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গা জীবননগরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০১:২৮ এএম

চুয়াডাঙ্গা জীবননগরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জীবননগরে দুইদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইছাবুল ইসলাম মিল্টন, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কে ডি কে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ