• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৩:৪২ এএম

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে মাতাল অবস্থায়  বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সেলিম উদ্দীন (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে জীবননগর উপজেলার  উথলী-বেগমপুর সড়কের মাঝামাঝি স্থানে ওই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত সেলিম উদ্দীন দামুড়হুদা উপজেলার  কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে এবং আহতরা  হলেন একই গ্রামের নুর ইসলামের ছেলে রুবেল হোসেন (২৩) এবং নজরুল ইসলামের ছেলে স্বপন হোসেন (২৩)। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত এবং আহত ব্যক্তিরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। নেশাগ্রস্থ অবস্থায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দীনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর পরামর্শ দেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ