প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৫:১৮ পিএম
রাজধানীর খিলগাঁও রেলগেটে এলাকায় ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া টিপু সুলতান নামে এক পথচারী জানান, খিলগাঁও রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের একটি জটলা দেখতে পান। তখন সেখানে গিয়ে দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে একটি সিএনজি অটোরিকশায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।
নিহত খোরশেদের স্ত্রী রাবেয়া বেগম জানান, তারা স্বামী-স্ত্রী খিলগাঁও রেলগেট এলাকায় ফুটপাতে থাকেন। খোরশেদ আলী ভিক্ষাবৃত্তি করতেন। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে একটি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান খোরশেদ।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/