
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:০৪ এএম
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে, এ তথ্যের ভিত্তিতে নায়েক মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়।
সকাল ৭টার দিকে এই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মো. তুহিন(২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজিব হোসেন(২২)কে আটক করে। পরে তল্লাশী করে তাদের কাছ থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/