• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ২১ দিনের শিশু চুরি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৫:২২ পিএম

ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ২১ দিনের শিশু চুরি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে রাতে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ২১ দিনের শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বাবা ওই এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়া।  

তার শিশু নুসরাত জাহান ফাতেমা চুরি হয়েছে জানিয়ে রোববার দিবাগত (৩ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের কাছে দেওয়া অভিযোগ থেকে জানা যায়, ওই দম্পতি গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও একুশ দিনের ফারজানাকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মা ভোর ৪টার দিকে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য উঠে দেখেন খাটে তার শিশু নেই এবং ছাপরা ঘরের জানালা খোলা। এরপর থেকে খোঁজাখুজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশের শরণাপন্ন হয়েছেন।

বাবুল মিয়া জানান, নবজাতক সন্তান হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান জানান, অভিযোগ পেয়ে সদর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ