• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জীবননগরে মেধাবী, দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০১:০১ এএম

জীবননগরে মেধাবী, দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জীবননগর উপজেলায় দুস্থ ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন এমপি হাজী আলী আজগার টগর। বৃহষ্পতিবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জীবননগর উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ১৬৮ টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া এমপির ব্যক্তিগত উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর "অসমাপ্ত আত্মজীবনী" ১৮০ টি গ্রন্থ বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নিবাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম, উথলী ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতা, সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষক, উপকারভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ