• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৮:১৯ পিএম

কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ রাকিব হোসেন নিপু (৩১) নমে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) রাতে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের জামবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতার মাদক ব্যবসায়ী রাকিব হোসেন নিপু কুমিল্লা সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের উত্তর জামবাড়ি এলাকার মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও মাদককারবারির অবস্থান জানতে পেরে কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের বন বিভাগের কাঠবাগানের ভেতর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই সময় আসামির কাছ থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান সিটি নিউজ ঢাকাকে জানান, আসামির বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আসামির বিরুদ্ধে আগের আরও ৩টি মাদক মামলা রয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ