• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে আটক এক, ৬ স্বর্ণের বার জব্দ

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০১:৪৭ এএম

সাতক্ষীরা সীমান্তে আটক এক, ৬ স্বর্ণের বার জব্দ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৮ লাখ টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বিজিবির সদস্যরা।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কাকডাঙ্গা সীমান্তের বটগাছ তলা পাকারাস্তা এলাকায় তাকে আটক করা হয়।

আটক মো. ফারুক হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু কিতাব আলীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকা রাস্তা এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারী।

জব্দ হওয়া ছয়টি সোনার ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলি গ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা।

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আর আটক মো. ফারুক হোসেনকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ