• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গা ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ১০:৪৯ পিএম

চুয়াডাঙ্গা ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চুয়াডাঙ্গায় লঘুচাপ থেকে স্থল নিম্নচাপ শুরু হয়েছে। সঙ্গে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত ৯ থেকে বৃষ্টি শুরু হয়েছে। এরই মধ্যে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, এ মৌসুমে প্রথম ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মুষুলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি হচ্ছে। লঘুচাপ থেকে নিম্নচাপে রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, বৃষ্টিপাত আরও দুই দিন থাকতে পারে। আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির কারণে শহরের কিছু সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগে পড়েছে। বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কম।

আর্কাইভ