• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৫:৪৪ পিএম

৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

প্রায় সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোরের বানিয়ারগাতিতে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ওই ওয়াগানের বগি লাইনচ্যুত হয়। এরপরই খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে তেল বোঝাই করে একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। পথে ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ওয়াগানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ওয়াগানের লাইনচ্যুত বগি উদ্ধারের পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানান রেলওয়ের ওই নির্বাহী প্রকৌশলী।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ