• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় ১৭টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৬:০৯ পিএম

চুয়াডাঙ্গায় ১৭টি স্বর্ণের বার উদ্ধার

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় চার কোটি ৭৫ লাখ টাকা। ওজন ৫ কেজি ৪৭৯ গ্রাম প্রায়।  মঙ্গলবার বিকালে জীবননগর পাথিলা গ্রামের ঈদগা এলাকা থেকে বার গুলো উদ্ধার করে।

৫৮ বিজিবির পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি দল জীবননগর পাথিলা গ্রামের ঈদগা এলাকা অবস্থান নেয় সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এসময় জীবননগর থেকে অজ্ঞাত এক ব্যাক্তি মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল দাড়ানোর জন্য সিগন্যাল দিলে স্বর্ণ পাচারকারী দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বিজিবি পাচারকারীকে ধাওয়া দিয়ে কোমর জোরে টান দিলে বেল্ট খুলে আসে। পাচারকারী পালিয়ে যায়।

পরে বেল্টের ভেতর থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৫ কেজি ৪৭৯ গ্রাম প্রায়।

তিনি আরও জানান, এঘটনায় বিজিবির পক্ষ থেকে জীবননগর থানায় অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রজারি অফিসে জমা রাখা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ