• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সেতু ভেঙে ট্রাক খালে, চালক ও হেলপারের মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৩:০০ এএম

সেতু ভেঙে ট্রাক খালে, চালক ও হেলপারের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরের বেইলি ব্রিজ ভেঙে রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ পানিতে ডুবে নিখোঁজের পর চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন- ট্রাকচালক ফারুক মিয়া (৪০) ও হেলপার জাকির (৩৫)।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নিউটন দাশ বলেন, উদ্ধার অভিযান পরিচালনার কিছুক্ষণ পর চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

এর আগে বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রড-সিমেন্ট বোঝাই একটি ট্রাক নারায়ণগঞ্জের মেঘনা থেকে ভোরে ছেড়ে আসে। বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ এলাকার কাটাভাঙ্গা খালের বেইলি ব্রিজে উঠলে ব্রিজটি ট্রাকসহ পানিতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ফারুক মিয়া ও হেলপার জাকির ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি এসে এক ঘণ্টা পর নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্বার করে।

বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জসহ ঢাকার আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ