• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৭:৫৩ পিএম

মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) উপজেলার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে ওই ১৭ জনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদের আটক করেন। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। আটকদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানান তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান,  জঙ্গিদের সঙ্গে এদের কোনো সংশ্লিষ্ট রয়েছে কি না তা যাচাই করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ