• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ১২:২৫ এএম

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। এ উপলক্ষে  শনিবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে ফলক উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৬৪ কোটি টাকা ব্যয়ে ওভারপাস নির্মাণ করা হচ্ছে।

ওভারপাস নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বিওপির অর্থায়নে নির্মাণ কাজ সম্পন্ন হবে। ওভারপাস নির্মাণ হলে রেলগেটের ভোগান্তি দুর হবে। তিন জেলার মানুষের সহজ ভাবে চলাচলের মাধ্যম পাবে। জমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের একটি অংশ।

জেলা ছাত্রলীগের পক্ষ থেকে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দ মিছিল করা হয়। সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়।

ওভারপাসের দৈর্ঘ্য ৭৪৮ মিটার। ২০২৩ সালের ১৫ জুন নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৪ সালের জুন মাসে শেষ হবে।  ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লিমিটেড নামের কোম্পানি এ ওভারপাস নির্মাণ কাজ করবে।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। জেলায় অনেক উন্নয়ন হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ওভারপাস নির্মাণ উন্নয়নের বড় অর্জন। উন্নয়নের ধারা চলমান রাখতে হলে প্রধানমন্ত্রীকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমসহ আরো অনেকে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ