• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‍‍`বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের উন্নয়নের রূপকার‍‍`

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৪:৫২ এএম

‍‍`বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের উন্নয়নের রূপকার‍‍`

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-জীবননগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন দেশ গড়ার কারিগর, দেশের নিপীড়িত জনসাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন। তিনি দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সব অসমাপ্ত কাজগুলো আজ সমাপ্ত করছেন জাতির জনকের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যে সমস্থ গৃহহীন, ভূমিহীন মানুষ ছিল আজ তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান প্রমুখ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ