• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০২:৩৮ এএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

বৌরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারটির ইঞ্জিন মিস্ত্রি নিখোঁজ হয়েছেন।

সোমবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া সংলগ্ন গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।

এসময় ট্রলারটিতে মাঝিসহ ১৬ জন জেলে ছিল। এদের মধ্যে ১৫ জন অন্য আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন ডুবে যাওয়া ট্রলারের ইঞ্জিন মিস্ত্রি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ডুবে যাওয়া ট্রলারটির মালিক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ এলাকার নুর নবী মাঝি। ট্রলারে থাকা জেলে ও  নিখোঁজ ইঞ্জিন মিস্ত্রিসহ সবাই রামগতির চর আবদুল্লাহ এলাকার বাসিন্দা।

ডুবে যাওয়া ট্রলার মালিক নুর নবীর ভাই নোমান চৌকিদার সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রলারটি হাতিয়া এলাকায় ছিল। সোমবার সকালে ১৬ জন জেলে ওই ট্রলারযোগে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায়। কিন্তু সাগর উত্তাল থাকায় মাছ না ধরে তারা তীরে ফেরার পরিকল্পনা করে। এ সময় সাগরের একটি ঢেউয়ের তোড়ে ট্রলারটি কাত হয়ে জালসহ ডুবে যায়। ট্রলারে থাকা মাঝিসহ ১৫ জেলে পাশের আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও ইঞ্জিন মিস্ত্রি উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা ট্রলারে করে রামগতির টাংকির খাল মাছঘাটে দিকে আসছেন বলে জানান তিনি।

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, বিষয়টি আমি শুনেছি। ট্রলারের একজন নিখোঁজ রয়েছেন। তবে ঘটনাস্থলটি আমাদের এরিয়ার বাইরে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ