• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পায়ুপথ থেকে বের হলো ১৪০০ ইয়াবা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩, ০৩:০৬ এএম

পায়ুপথ থেকে বের হলো ১৪০০ ইয়াবা

ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে সালাউদ্দীন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বেলা ১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রকের ঈশ্বরদী খ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ঢাকা থেকে কুষ্টিয়াগামী এস বি পরিবহন বাস তল্লাশি করে এই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার চকোরিয়া থানার মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বেলা ১টার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশিকালে মাদক কারবারি সালাউদ্দীনকে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার পেটের ভেতরে বিশেষভাবে মাদক পরিবহন করছে। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করিয়ে পায়ুপথ থেকে আরও ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ