• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‌যুবদের উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে : এমপি টগর

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ১০:৫৫ পিএম

‌যুবদের উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে : এমপি টগর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-জীবননগরে যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার সকালে জীবননগর ইয়ুথ এসেম্বলির আয়োজনে ও সিটি নিউজ ঢাকার সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। প্রধান অতিথি বলেন, আজকের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ যুবদের উন্নয়নের জন্য যা যা করণীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। চাকরির পিছনে না ঘুরে নিজের পায়ে দাঁড়াতে হবে। সঠিক সিদ্ধান্ত নির্ধারণ করে ব্যবসা করতে হবে। ব্যবসা থেকে পিছিয়ে পড়লে হবে না নিজের ভিতরে সাহস আনতে হবে, দেখবে একদিন সফলতা আসবেই।

জীবননগর ইয়ুথ এসেম্বলির সভাপতি মিথুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন জেসিআই এর পরিচালক মুনতাসির আজগার আকাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক জামাল হোসেন খোকন, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মোল্লা, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা কামরুজ্জামান যুদ্ধ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, সাধারন সম্পাদক আহসান হাবিব বকুল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ ইয়ুথ এ্যাসেম্বলির তুহিন, ডাবলু, লাবনী, লিটন প্রমুখ। 

অনুষ্ঠানে ৩৫০ জন যুব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৫ জন সফল যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা লোকমোচার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ