• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হাঁটতে গিয়ে পরিচয়, ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ১০:৩৭ পিএম

হাঁটতে গিয়ে পরিচয়, ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার

দেশজুড়ে ডেস্ক

নদীর পাড়ে হাঁটতে গিয়ে এক তরুণের সঙ্গে পরিচয় হয় তরুণীর। কিছু দিনের মধ্যে তাদের পরিচয় গড়ায় প্রেম পর্যন্ত। সেই সূত্রেই রাতের বেলা নদীর পাড়ে হাঁটতে গিয়ে তরুণীকে ধর্ষণ করেছে ওই তরুণ। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার।

শুক্রবার ( জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত প্রেমিক মিরাজকে (২০) আটক করেছে পুলিশ। সে ভোলার চর ফ্যাশনের আব্দুল্লাহপুরের মোশারফ হোসেনের ছেলে। ধর্ষণের শিকার ওই তরুণী একটি পোশাক কারখানার শ্রমিক।

ওই তরুণী অভিযোগ করেছেন, মিরাজের সঙ্গে ঘুরতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তিন থেকে চার মাস আগে বুড়িগঙ্গা নদীর পাড়ে ওয়াকওয়েতে হাঁটতে গিয়ে মিরাজ নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। পরিচয়ের সূত্রে এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে নিয়মিতই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন।

সেদিনও (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দাপা বালুরঘাট এলাকায় মিরাজের সঙ্গে ঘুরতে যান ওই তরুণী। পরে রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর তীরে দাপার কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে ফাঁকা জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করে মিরাজ।

ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি রকিবুজ্জামান বলেন, ‘অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওই তরুণী বাদী হয়ে মামলা করেছেন।

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ