• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গা-জীবননগরে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে এমপি টগরের মতবিনিময়

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৩:৪৫ এএম

চুয়াডাঙ্গা-জীবননগরে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে এমপি টগরের মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 চুয়াডাঙ্গা-জীবননগর উপজেলার মনোহরপুর ও কে,ডি,কে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের (চারটি) ওর্য়াড একই দিনে সন্ধ্যায় কে,ডি,কে ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূলের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কে,ডি,কে ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল বাসার শিপলু, সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন,  মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, মনোহরপুর ইউপি সদস্য আব্দুর রশিদ, আদিলুল করিম, চ্যামেলী খাতুনসহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ছাত্রনেতা আকিমুল ইসলাম।

উক্ত মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের পাশাপাশি মাদ্রাসা, স্কুল-কলেজ, কমিউনিটি ক্লিনিক, রাস্তা-ঘাট উন্নয়ন করেছ। বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ অনেক প্রকার ভাতা আওয়ামী লীগ সরকারের দিচ্ছে। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে চলমান রাখার জন্য সকল নেতা কর্মীদের প্রতি জোরালো আহবান জানান।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ