• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাত ছাগলসহ বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১০:৪৯ পিএম

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাত ছাগলসহ বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধাসহ ৭টি ছাগলের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার নাম নুরি বেগম (৭০)। তিনি দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের আবুল  কালামের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নুরি বেগম ১৪থেকে ১৫টি ছাগল মাঠে নেয়ার সময় স্থানীয় কাঠালতলা রেল লাইন পার হচ্ছিল। এ সময় খুলনা-সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেন তাকে দ্রুত চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বৃদ্ধাসহ ৭টি ছাগল মারা যায়।

জীবননগর-দামুড়হুদা সাকেল, সিনিয়র সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ