• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৪:০৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল

গাজীপুর প্রতিনিধি

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন গাজীপুরের শ্রীপুরে বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। তবে ওই সময়ে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টা ২০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটারে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ফেল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে নিয়ে লাইন চালু করা হবে।

তিনি আরও জানান, সকাল ৭টা ২০ মিনিটে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন বন্ধ হয়ে যায়। ওই সময়ে এই সড়কে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন তৈরি হয়নি। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন অল্প সময়ের মধ্যে শ্রীপুর স্টেশনে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে নিয়ে গেলে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। 

আর্কাইভ