• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
স্কুল ছাত্রকে পিটিয়ে হাত ভাঙলেন

চুয়াডাঙ্গায় ভয়ঙ্কর ইউপি সদস্য

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১১:৪১ পিএম

চুয়াডাঙ্গায় ভয়ঙ্কর ইউপি সদস্য

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা -জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে ভয়ঙ্কর ইউপি সদস্য ময়েনের বিরুদ্ধে। গত শনিবার বিকালে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র জীবননগর উপজেলার উথলী গ্রামের আঃ রহমানের ছেলে মোঃ জুনাইদ হোসেন (১২)। সে উথলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনার পর ভয়ে সে স্কুলে যাচ্ছে না।

স্থানীয় লোকজন ও নির্যাতিত স্কুল ছাত্রের বাবা আঃ রহমান বলেন, গত শনিবার বিকালে জুনাইদ ও ময়েন মেম্বারের নাতি ছেলে খেলা করছিল। এ সময় দুইজনের মধ্যে ঝগড়া হয়। ময়েন মেম্বার সেখানে বসে ছিল। এ সময় তিনি ছুটে এসে আমার ছেলেকে একটা লাঠি দিয়ে ডান হাতে আঘাত করে। আমার ছেলে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে অন্য লোকজন ঘটনাস্থলে আসলে ময়েন মেম্বার সেখান থেকে চলে যায়। পরে আমার ছেলেকে চিকিৎসার জন্য জীবননগর হাসপাতালে আনলে চিকিৎসক তার হাত এক্সরে করতে বলেন। এক্সরে রিপোর্টে দেখা যায় লাঠির আঘাতে আমার ছেলের ডান হাত ভেঙ্গে গেছে।

জুনাইদের বাবা আঃ রহমান আরও বলেন, মারপিটের পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্থ। ভাঙ্গা হাতে সে প্রচন্ড ব্যাথা অনুভব করছে। ভয়ে আর বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। বিষয়টি আমি জীবননগর থানা পুলিশকে অবহিত করেছি।

এদিকে এ ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, ওই মেম্বার এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ প্রতিবাদ করছেন না। অভিযুক্ত ময়েন মেম্বারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছেলেটাকে মারতে যায়নি একটা লাঠি নিতে গেলে তার হাতে আঘাত লাগে।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান এ ব্যাপারে বলেন, ইউপি সদস্যের লাঠির আঘাতে এক স্কুল ছাত্র আহত হয়েছে- বিষয়টি আমি শুনেছি। আমি উভয় পক্ষকে আসতে বলেছি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন, উথলী ইউনিয়ন পরিষদের একজন সদস্যর বিরুদ্ধে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার বিষয়টি আমি জানি না। আমি ছুটিতে ছিলাম। যদি অভিযোগ করে থাকে তা হলে বিষয়টি তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ