• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভ্যান থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৯:০৯ পিএম

চুয়াডাঙ্গায় ভ্যান থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মায়ের কোল থেকে পড়ে তাশরিফ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপেজলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাশরিফ নাপিতখালি গ্রামের রহিদুল ইসলামের ছেলে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিশু তাশরিফ ও তার ভাই রাফিজ ভ্যানে করে মা রেহেনা বেগমের সঙ্গে চারুলিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে মোক্তারপুর গ্রামে পৌঁছালে অসাবধানতাবশত শিশু তাশরিপ মায়ের কোল থেকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান বলেন, পরিবারের সদস্যা জানায় শিশুটি ভ্যান থেকে রাস্তার ওপর পরে অচেতন হয়ে যায়। আমরা জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে শিশুটির শরীরে কোনো আঘাত বা কাটা ছেঁড়ার চিহ্ন পাওয়া যায়নি।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ভ্যান থেকে রাস্তার ওপর পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জেনেছি। থানা পুলিশ শিশুর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।

আর্কাইভ