• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খুমেকে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের, হাসপাতালে ৫৮

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৭:২৬ পিএম

খুমেকে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের, হাসপাতালে ৫৮

খুলনা প্রতিনিধি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় আরেক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এর আগে গত ১৮ জুলাই এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছিল।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত শনিবার রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. বারেকের স্ত্রী শেফালী বেগম (৫৫) ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন । রোববার (২৩ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এই হাসপাতালে আজ ৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। চলতি বছরে হাসপাতালে সর্বমোট ২২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

 

বিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ