• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অজানা রোগে অসুস্থ ২২ শ্রমিক

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৫:১৪ পিএম

অজানা রোগে অসুস্থ ২২ শ্রমিক

দেশজুড়ে ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা রয়েছে তৈরি পোশাক কারখানা। স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করে খোলা রয়েছে গার্মেন্টস। শুক্রবারের সাপ্তাহিক ছুটি শেষে শনিবার অন্যান্য গার্মেন্টসের মতো খোলা রয়েছে আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত ডংলিওন কারখানা।

তবে হঠাৎ করে ওই কারখানার ২২ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনায় অন্য শ্রমিকেরা ভয়ে কারখানা ছেড়ে বাসায় চলে গেছেন।

শনিবার ( জুলাই) ডংলিওন কারখানায় ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকদের দাবি, সেখানকার একটি শৌচাগার থেকে ফিরে এসেই সবাই অসুস্থ হয়ে পড়ছেন।

শ্রমিকেরা জানান, বেলা ১১টার দিকে এক শ্রমিক কারখানাটির একটি শৌচাগারে যান। সেখান থেকে ফিরে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আরও দু-একজন ওই শৌচাগারে গেলে তারাও জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে মোট ২২ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডংলিওন কারখানায় কাজ করা এক শ্রমিক জানান, গত রমজান থেকে কারখানার ওই ফ্লোরে এই জিন আতঙ্ক বিরাজ করছে। এর আগেও কয়েকজন এমন অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু আজ এদের সংখ্যা অনেক। সব শ্রমিক আতঙ্কে রয়েছেন।

কারখানার এইচআর অ্যাডমিন ম্যানেজার রফিকুল ইসলাম জানান, কারখানায় যারা এই ঘটনার স্বীকার হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই ইউনিটটি চালু করা হয়েছে। এখানে দেড় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। সবাই জিন আতঙ্কে বাসায় চলে গেছেন।

তিনি আরও বলেন, ‘বর্তমানে ১০ থেকে ১২ জন শ্রমিক কারখানায় আছেন। সর্বপ্রথম যিনি অসুস্থ হয়েছেন তার অবস্থা একটু খারাপ। ওই শ্রমিকের চিকিৎসা চলছে।

মামুন/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ