• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিউজ কপি করায় থানায় অভিযোগ!

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৮:১০ পিএম

নিউজ কপি করায় থানায় অভিযোগ!

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

নিউজ কপি করে পত্রিকায় প্রকাশ করায় সহকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন আফজাল হোসেন চাঁদ নামে এক সাংবাদিক।

সোমবার (১৭ জুলাই) যশোরের ঝিকরগাছায় এ ঘটনা ঘটে।

সাধারণত সহকর্মীদের কাছ থেকে সংবাদ নেয়ার রীতি থাকলেও তা হুবহু প্রকাশের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার মতো ঘটনা এটিই প্রথম।

অভিযোগকারী আফজাল হোসেন চাঁদ যশোরের ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি দৈনিক খোলাকাগজ, সাপ্তাহিক আঁচড় ও যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আর অভিযুক্ত মতিউর রহমান দৈনিক ভোরের চেতনা পত্রিকার যশোর জেলা প্রতিনিধি। যিনি ‘বাংলাদেশ প্রেসক্লাব’ যশোর জেলা শাখার সভাপতি।

থানায় দেয়া অভিযোগ থেকে জানা যায়, আফজাল হোসেন চাঁদ ‍‍`যশোর-২ আসনের মাঠে ময়দানে প্রার্থীরা‍‍` শিরোনামে নিউজ লেখেন, যা বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে প্রকাশিত হয়। এটি তার একটি স্বতন্ত্র প্রতিবেদন। বেশ কিছুদিন ধরে তথ্য অনুসন্ধান করে সংবাদটি লেখেন তিনি। ১৫ জুলাই বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয় এবং পরদিন যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্যপাঠের প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে সেই নিউজ কপি করে শিরোনাম ঘুরিয়ে মতিউর রহমান নিজ নামে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় প্রকাশ করেন।

আফজাল হোসেন চাঁদ বলেন, ‘প্রতিবেদনটি তৈরি করতে ১৫ দিন সময় লেগেছে। অথচ সেই নিউজ ছবিসহ আমার অনুমতি ছাড়াই কপি করে অন্য নামে প্রকাশিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মতিউর রহমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যে আমার কাছ থেকে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে থাকেন। নিউজটি প্রকাশের পর মতিউর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। যে কারণে আইনের আশ্রয় নিয়েছি। অভিযোগ দেয়ার পর থেকে মতিউর রহমান আমাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন।’

এ বিষয়ে অভিযুক্ত মতিউর রহমান বলেন, ‘এ অভিযোগের কোনো ভিত্তি নেই। ভেতরে কিছু লোক ওকে (চাঁদ) ইন্ধন দিয়ে এসব করিয়ে বেড়াচ্ছে। এখন ক’জন খেটে নিউজ করে। একজনের নিউজ আরেকজন একটু ওলটপালট করে দিয়েই নিউজ প্রচার করছে। এতে দোষের কী। বরং যার নিউজটি একাধিক জায়গায় প্রকাশিত হলো, তার ভালো লাগার কথা।’

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘আফজাল হোসেন চাঁদ একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে সেটা গ্রহণ করা হয়নি। যেহেতু বিষয়টি নিয়ে প্রেস কাউন্সিলে অভিযোগ দেয়ার সুযোগ আছে, সে জন্য তাকে প্রেস কাউন্সিলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ