• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাবা-মায়ের কলহে অনাহারে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: জুলাই ২১, ২০২৩, ০৩:৪০ এএম

বাবা-মায়ের কলহে অনাহারে প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে এক দম্পতির পারিবারিক কলহের জেরে অনাহারে থেকে তাদের আট দিন বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাতে জেলার ফতুল্লা থানাধীন শাঁসনগাও এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা রাজিব ও তার মা ফারজানার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত মঙ্গলবার (১৮ জুলাই) ওই দম্পতি নিজেদের মধ্যে কলহে জড়ান। একপর্যায়ে রাজিবের স্ত্রী ফারজানা তার ১৪ মাস বয়সী এক ছেলে ও আট দিন বয়সী মেয়েকে ফেলে তার বোনের বাড়িতে চলে যান। ছেলেকে খাওয়াতে পারলেও দুধের শিশুকে কিছুই খাওয়াতে পারেননি রাজিব। এতে একপর্যায়ে সে মারা যায়।

এই বিষয়ে নিহত শিশুর মা ফারজানার দাবি, তার স্বামী রাজিব তাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের নিয়ে আসতে চাইলেও তাকে একাই চলে আসতে হয়েছে।

এদিকে রাজিবের দাবি, সন্তানকে ফেলে রেখে গেছেন তার স্ত্রী ফারজানা। পরে খাবার না পেয়ে তার মেয়ে মারা গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম বলেন, অনাহারে থেকে শিশুটি মারা গেছে বলে খবর পেয়েছি। বিষয়টি মর্মান্তিক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

বিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ