• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৯:২৯ পিএম

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। আহত ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার রাতে দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের মাদ্রাসাপাড়ায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল (২৫) দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের আনন্দবাজার পাড়ার সেতু হক মোল্লার ছেলে। আহত মুরশিদ রুদ্রনগর গ্রামের মাদ্রাসাপাড়ার আব্দুল মজিদের ছেলে।

দামুড়হুদা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বুধবার রাতে রাতুল মোটরসাইকেল যোগে কুড়–লগাছি গ্রাম থেকে দর্শনা বাজারে যাচ্ছিল। রুদ্রনগর মাদ্রাসার কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জনই গুরুতর আহত হয়। আহত রাতুলকে দর্শনার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরশিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাতুলের মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। 

আর্কাইভ