• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৩:৪৩ এএম

চুয়াডাঙ্গায় যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিতেই যুবলীগের এ তারুন্যের জয়যাত্রা সমাবেশ। বুধবার বিকালে জেলা যুবলীগের আয়োজনে চুয়াডাঙ্গা শহীদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার যুবলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির একদফা প্রতিহত ও রাজপথে মোকাবিলার লক্ষে যুবলীগ এ কর্মসূচি পালন করছে। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় যুবলীগ যে নির্দেশনা দেবে সেই ভাবেই রাজপথে কাজ করবো।

তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট শাহারিয়ার কবির, জুবায়ের আহমেদ সাব্বির।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। সমাবেশে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন সমাবেশ স্থলে। বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতা-কর্মীরা। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ