• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৩:১৯ এএম

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও ৩ জনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পনের বছর আগে কৃষক সাইফুল ইসলাম জাফি হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। একই মামলায় অন্য তিনজনকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের পর তাদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদা গ্রামের শাহাজুল মনুর ছেলে শাহনেওয়াজকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া একই গ্রামের শাহাজুল মুন, আমিরুল ইসলাম ও আল হাসান আবু সাঈদকে তিন বছর করে কারাদণ্ড প্রদান করেন। প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদা গ্রামের শাহাজুল মুন ও প্রতিবেশি সাইফুল ইসলাম জাফিদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে ২০০৮ সালের ১ জুন দুপুরে শাহাজুল মুনসহ তার পরিবারের সদস্যরা সাইফুল ইসলাম জাফি, আজিজুল হক ও ইদ্রিস আলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিন জন আহত হয়।

চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম জাফি ঘটনার ১২ দিন পর মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানাও এসআই জিয়াউল হক ২০০৮ সালের ৩১ আগস্ট ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বুধবার দুপুরে ১৪ জন সাক্ষীর মধ্য ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ আলী রায় ঘোষণা করেন। 

আর্কাইভ