• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আমরন অনশন শুরু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ১০:৫৫ পিএম

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আমরন অনশন শুরু

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি

অবকাঠামো, ডাক্তার ও জনবলসহ ২৫০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরন অনশন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখা এ আমরন অনশন কর্মসূচি পালন করছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৫০ শয্যার জন্য ভবন নির্মাণ করা হলেও পূর্ণাঙ্গ রুপে কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় অবকাঠামো, ডাক্তার, জনবলসহ পূর্ণাঙ্গ রুপে ২৫০ শয্যা হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখা আমরন অনশন শুরু করেছে।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক গরিব রুহানি মাসুম, সদস্য সচিব বখতিয়ার হোসেন, যুগ্ম আহবায়ক বাইজিদ জোয়ার্দ্দার, আবু হাশেম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সদর উপজেলা শাখার কামাল হোসেনসহ জেলার সকল মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ