• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পটুয়াখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৩:২৫ এএম

পটুয়াখালীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন আরপিসিএল ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অফিসসহ একাধিক যানবাহন।

সোমবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শ্রমিক ওবায়দুল, শাহীন মোল্লা, নিরাপত্তা গার্ড রাকিবুল ও জিদানকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে সকালে দফায় দফায় বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায় এবং চায়নাদের অফিস ভাঙচুর করে। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে।

 

জেকেএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ