• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে পা‌নি‌তে ডুবে মামা-ভা‌গনেসহ তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০২:৫৫ এএম

টাঙ্গাইলে পা‌নি‌তে ডুবে মামা-ভা‌গনেসহ তিন শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গ‌াইলের মধুপু‌রে বা‌ড়ির পা‌শে‌র ডোবার পা‌নি‌তে ডুবে মামা-ভা‌গনেসহ তিন শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (১৭ জুলাই) বি‌কেল সা‌ড়ে ৪টায় উপ‌জেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকু‌ড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত শিশুরা হলো- হাগুড়াকু‌ড়ি এলাকার মোশার‌ফের ছে‌লে আকাশ (৫), একই গ্রা‌মের হারু‌নের ছে‌লে নাঈম (৪) এবং একই উপ‌জেলার শোলাকু‌ড়ি দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের আল আমিনের ছে‌লে সোহান (৭)। সোহান ও আকাশ সম্প‌র্কে মামা-ভা‌গনে।

স্থানীয়রা জানান, সোহান তার নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে‌ছিল। আজ বিকেলে বা‌ড়ির পা‌শের একটি ডোবায় (গর্ত) খেল‌াধুলা ক‌রার সময় শিশুরা ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যায়। প‌রে তা‌দের মর‌দেহ ভাসমান অবস্থায় দেখ‌তে পায় স্বজনরা।

ফুলবাগচালা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফ‌রিদ আলী ব‌লেন, শিশুরা বা‌ড়ির পা‌শের ডোবায় খেল‌তে গি‌য়ে পা‌নি‌তে প‌ড়ে মারা যায়। বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে তা‌দের মরদেহ পা‌নি থে‌কে উদ্ধার করা হয়। পু‌লিশ সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি ক‌রে স্বজন‌দের কা‌ছে মর‌দেহগু‌লো হস্তান্তর ক‌রে‌ছে।

 

বিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ