• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৯:৩৯ পিএম

আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল আটটায় ব্যালটের মাধ্যমে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। 
সকাল থেকে সুষ্ঠ পরিবেশের মধ্যে চলছে ভোটগ্রহণ। ভোটাররা উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২২ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ১১ হাজার ২৯২ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহম্মেদ বলেন, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪১৫ জন পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া সাবক্ষণিক নির্বাচন মাঠে উপস্থিত আছে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট । 

আর্কাইভ