গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। শুক্রবার (২ জুলাই) রাতে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক নবাব আলী (৪৫) ও পোশাক কারখানার শ্রমিক জয়নাল আবেদিন (৪৫)।
আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অন্যদের মৌচাক পপুলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চন্দ্রা থেকে গাজীপুরগামী কার্ভাডভ্যান ও ট্রাক পাল্লা দিয়ে যাওয়ার সময় মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নবাব আলী ও জয়নাল হোসেন নিহত হন। এ সময় কার্ভাডভ্যানটি পালিয়ে গেলেও অপর ট্রাকটি পুলিশ জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছেন। এ ছাড়া স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারের কেউ মামলা করলে তাদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
টিআর/এএমকে
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন