• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দর্শনায় তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৩:০১ এএম

দর্শনায় তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ‍‍`দর্শনায় এসো উদ্যোক্তা গড়ি‍‍` স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার( ৮ জুন) বেলা ১১ টার সময় জেসিআই ঢাকা আল্ট্রাল উদ্যোগে দর্শনা অডিটরিয়ামের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেসিআই ঢাকা আল্ট্রালের সভাপতি খন্দকার নাইমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ও ইয়ুথ এ্যাসেম্বলীর সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জেসিআইয়ের পরিচালক মুনতাসীর আজগার আকাশ।

আর্কাইভ