• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০২:৪৯ এএম

চুয়াডাঙ্গায় কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পিছিয়ে পড়া কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়স্থ বহুমুখী মানব কল্যাণ সংস্হার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর কারিগরী শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিতরণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহুমুখী মানব কল্যাণ সমিতির নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন,  শাহ আলম সনি প্রমুখ। এসময় বক্তারা বলেন,  পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসায় মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। সেই লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র সাংবাদিক সংস্থার নির্বাহী পরিচালক বিপুল আশরাফ।

"দুস্হ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্হার উন্নয়ন" প্রকল্প বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর এবং বহুমুখী মানব কল্যাণ সংস্থা।  এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৫টি জেলায়  ২ হাজার আট শত জন কম্পিউটার ও ২ হাজার ১শ জনের  ড্রাইভিং কোর্স সম্পন্ন করেছে। এর মধ্যে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশনে কারিগরী শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়ে ১২০৮ জন পাশ করেছেন।  অপরদিকে বিআরটিএ থেকে ড্রাইভিং এ ১ হাজার ৬০৭ জনের লার্নার করা হয়েছে।  ইতিমধ্যে স্মার্ট কার্ড পেয়েছে ৪৮৮ জন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ