• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৬:২৯ পিএম

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে বাসচাপায় সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও চারজন। 

বুধবার (০৫ জুলাই) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়‌কের উপ‌জেলার ছাত্তারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন- জামা‌লপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দি‌নের ছে‌লে হা‌লিম (৩২) ও একই উপ‌জেলার ডোয়াইল গ্রা‌মের ম‌জিবর রহমা‌নের ছে‌লে ওয়াজেদ (৪০)। 

ধনবা‌ড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ইদ্রিস আলী বলেন, ঢাকাগামী বাস ও মধুপুরগামী সিএন‌জিচালিত অটোরিকশার মধ্যে সংঘ‌র্ষে হতাহ‌তের ঘটনা ঘ‌টে। এ সময় ঘটনাস্থ‌লেই অটোরিকশায় থাকা দুইজন মারা যায়। আহত হয় আরও চারজন। 

ধনবা‌ড়ী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা.আল আমিন ব‌লেন, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতা‌লে আনা হয়। এদের ম‌ধ্যে তিনজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

 

বিএস/

আর্কাইভ