• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি, জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৬:১৯ পিএম

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি, জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

ভোলা প্রতিনিধি

ভোলায় বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৪ জুলাই) জেলার ঘুইংঘার ও বাংলাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন। তিনি বলেন, বেশি দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে বাংলাবাজার এলাকার ব্যবসায়ী লিটন শাহা ও মনছুর আলমকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় বাড়তি দাম না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আজ খুচরা বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ২২০-২৪০ টাকা নির্ধারণ করা হয়। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

বিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ