প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৩:১৩ পিএম
চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনব্যাপী অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশন। ঈদের দিনে উন্নত খাবার পেয়ে এসব মানুষের মুখে ছিল হাসি। উন্নত এই খাবারে তাদের ঈদ আনন্দ বাড়িয়েছে বহুগুণ।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে জেলা শহরের বিভিন্ন বস্তির অসহায় দুস্থ মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমীন এই কর্মসূচি উদ্বোধন করেন। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই খাবার পরিবেশন।
তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে খাবার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা জাইরন খাতুন বলেন, পেট ভরে এই খাবার খেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন, আমার তো ঈদের দিনেও ভালো খাবার খাওয়ার সমর্থ নেই। অনেক সময় না খেয়ে থাকতে হয়। কেউ খাবার দিলে পেটে যায়, না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।
সকাল থেকে কোরবানির গোস্ত পাওয়ার আশায় বের হওয়া ভাজা বিক্রেতা মলু ও ভ্যানচালক রাজ্জাক বলেন, আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক। ঈদের দিন আমাদের ভালো খাবার দিলো, এটা অনেক আনন্দের। আমরা খুবই খুশি।
তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, আমাদের তারা দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এই কোরবানি ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত আমরা শতাধিক অসহায় মানুষের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করলাম। আমরা কুড়িজন স্বেচ্ছাসেবক ঈদের দিন পরিবার-পরিজনকে সময় না দিয়ে অসহায় মানুষদের খাবার খাওয়াচ্ছি।