• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সড়কে পানি কম জমায় স্বস্তি মেয়র আতিকের

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৭:৪১ পিএম

সড়কে পানি কম জমায় স্বস্তি মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু সেই তুলনায় সড়কে পানি কম জমেছে বলে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, 
আগে যেমন বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় আটকে যেতাম। আজকে বৃষ্টির মধ্যেও আসতে পেরেছি। উত্তরা থেকে আসার সময় দেখেছি রাস্তায় পানি জমলেও তা নেমে গেছে।


যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে উত্তর সিটির মেয়র বলেন, ‘তাড়াতাড়ি বর্জ্য অপসারণ করতে এলাকাবাসীর সাহায্য দরকার। আমি সবাইকে অনুরোধ করব, যত্রতত্র যেন ময়লা না ফেলেন। আমরা প্রত্যেককে পলি দিয়েছি। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। আমাদের প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করছে। শ্রমিকদের সাহায্য করার অনুরোধ করছি।’

তিনি বলেন, 
দ্রুত বর্জ্য অপসারণে করপোরেশনের কর্মকর্তারা মাঠে থাকবেন। এ জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। পশুর বর্জ্য অপসারণ করতে কেউ সহযোগিতা চাইলে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে পারবেন।

জাতীয় ঈদগাহে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসও নামাজ আদায় করেন। এরপরই দুই মেয়র একে অন্যের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। পরে নগরবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন মেয়র আতিকুল ইসলাম।


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ