• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ০৫:৫৩ পিএম

ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুমিল্লা প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের কৌশলী পদক্ষেপের ফলে যানজটহীনভাবে গন্তব্যে ফিরছেন মানুষ। তবে যানজট না থাকলেও মহাসড়কের কিছু এলাকায় যানবাহনের সামান্য ধীরগতি রয়েছে। সেটাও হয়েছে বৃষ্টির কারণে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এবং আঞ্চলিক হাইওয়ের কুমিল্লা রিজিয়নের ৮২১ কিলোমিটার এলাকার খোঁজখবর নিয়ে এসব তথ্য জানা গেছে। 

মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানার ১৩ কিলোমিটার সড়কে হালকা ধীরগতিতে যানবাহন চলছে। বৃষ্টির কারণে চালকেরা কম গতিতে গাড়ি চালাচ্ছেন। তবে তা কেবল চট্টগ্রামমুখী লেনে। ঢাকা লেনে গাড়ি একদম নেই বললেই চলে। সিটি নিউজ ঢাকাকে এসব তথ্য জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। 

 ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এবং ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন ১৭ কিলোমিটার এলাকায় ঢাকা এবং চট্টগ্রাম লেনের কোনো অংশেই গাড়ির চাপ নেই। একইভাবে ময়নামতি হাইওয়ে থানার আওতাধীন ৪২ কিলোমিটার সড়কও ফাঁকা রয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম লেনের উভয় অংশেই মাঝেমাঝে দুয়েকটা গাড়ি যাত্রী আসা যাওয়া করতে দেখা যায়। একই চিত্র মিয়া বাজার হাইওয়ে থানার আওতাধীন সড়কেও।

যানজটহীন ঈদযাত্রা উপহার দিতে গত সোমবার (২৬ জুন) মহাসড়ক পরিদর্শনে আসেন অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন। আজ মঙ্গলবারও তিনি মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। 

ইকবাল আহমেদ সুমন নামের এক যাত্রী সিটি নিউজ ঢাকাকে বলেন, গত কয়েক বছর ধরে ঈদে আমরা ভোগান্তি ছাড়াই কুমিল্লা আসতে পারছি। আগে এমন সব দিনে আমরা ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতাম যানজটে। গত কয়েক বছর ধরে সেটা আর হয়নি। খুব কম সময়েই কুমিল্লায় আসতে পেরে ভালো লাগছে। 

তিশা বাসের চালক আনোয়ার হোসেন সিটি নিউজ ঢাকাকে বলেন, চট্টগ্রাম থেকে ২ ঘণ্টার মধ্যে কুমিল্লায় আসা যাওয়া করা যাচ্ছে। মহাসড়কে কোনো যানজট নেই। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে তো গাড়ি জোরে চালানো যায় না। এছাড়া তেমন কোনো সমস্যা নেই।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ সিটি নিউজ ঢাকাকে বলেন, ঈদে মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার নিশ্চয়তা আমরা আমাদের কাঁধে নিয়েছি। সেই লক্ষ্যে নিরলসভাবে পরিকল্পনা মাফিক কাজ করছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের ৮২১ কিলোমিটারে কোনো যানজট নেই। ধীরগতিও নেই। বৃষ্টির কারণে কিছু এলাকায় গতি কম রেখে গাড়ি চালাচ্ছেন চালকেরা। এটাকে ধীরগতি বলা যায় না। পুরো মহাসড়কে গাড়ি নেই বললেই চলে। 

 

বিএস/

আর্কাইভ