• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর দুস্থদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ১১:৫৮ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর দুস্থদের মাঝে চেক বিতরণ

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলার  দুঃস্থ ও অসহায়দের অনুদানের চেক বিতরণ করা হয়ছে।  চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর এমপির অনুকূলে ২০২২-২৩ অর্থ বছরের ঐচ্ছিক তহবিল হতে এ চেক বিতরণ করা হয়। সোমবার সকালে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৮০জন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪০জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হয়। 

একই দিনে দুপুরে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৮০জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল প্রমুখ।

আর্কাইভ