• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুয়াডাঙ্গার জীবননগরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ১২:২৮ এএম

চুয়াডাঙ্গার জীবননগরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-জীবননগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪জুন) সকাল ১১টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলার দুই হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোছাঃ শারমিন আক্তার ।

আর্কাইভ