• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

১ দিনের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করলেন মা

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০১:১৮ এএম

১ দিনের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করলেন মা

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক দিনের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন কল্পনা রানী বর্মণ (৪০) নামে এক মা। এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন স্বামী শ্রী দেবেন্দ্র নাথ বর্মণ। ওই মামলায় কল্পনা রানীকে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

শুক্রবার (২৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম।

এর আগে বুধবার (২১ জুন) গভীর রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে গত আট বছর যাবত স্বামী দেবেন্দ্র নাথ ও স্ত্রী কল্পনা রানী বর্মণ আলাদা বাড়িতে থাকতেন। কল্পনা রানী বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় এই সন্তানের জন্ম হয়।  ফলে নবজাতকটিকে হত্যা করেন তিনি। পরে এ ঘটনা জানাজানি হলে দেবেন্দ্র নাথ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কল্পনা রানীসহ দুইজনের নামে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার করে একই দিন কল্পনা রানীকে আদালতে তোলা হলে তিনি নিজেও নবজাতককে হত্যার কথা স্বীকার করেন। তাদের সংসারে ২০ বছর বয়সী একটি ছেলে সন্তান ও ১৮ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

ওসি শামসুল আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নবজাতক হত্যায় আরও কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

জেকেএস/

আর্কাইভ