• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কাভার্ডভ্যান চাপায় নিহত ২

প্রকাশিত: জুলাই ২, ২০২১, ০৫:২৭ পিএম

কাভার্ডভ্যান চাপায় নিহত ২

দেশজুড়ে ডেস্ক

নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার ( জুলাই) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নান্দাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মাধবদীর নান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা ফারিকুল ইসলাম (৩১)

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি কাভার্ডভ্যান সিলেট যাচ্ছিল। শুক্রবার দুপুর পৌনে একটার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের নান্দাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সাব্বির হোসেন আরোহী ফারিকুল ইসলাম নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে মাধবদী ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফি আল ফারুক বলেন, 'নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। আমরা দুজনের লাশ উদ্ধার করেছি।'

মামুন/এএমকে

আর্কাইভ